প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১১:১০ এ.এম
নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের

নরসিংদীতে মেঘলা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন মেঘলাকে হত্যা করেছে। ঘটনার পর থেকেই তার স্বামী পলাতক রয়েছেন।
নিহত মেঘলা আক্তার (২২) পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজৈর গ্রামের বালু ব্যবসায়ী ইব্রাহিমের ছেলে রাজুর স্ত্রী ও একই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। নিহতের রায়হান (৩) নামে এক ছেলে রয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে উপজেলার ডাংগা ইউনিয়নে কাজৈর গ্রামে ঘটনা ঘটেছে । মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের দাবি। তারা জানান, বিয়ের পর থেকেই মেঘলাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পলাশ থানা অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থানায় দায়ের করা হয় নি ।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি