নরসিংদীর পলাশ উপজেলায় নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে পলাশ উপজেলার ঘোড়াশাল জনতা জুটমিলের ৪ নম্বর গেট এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত নারীর নাম হাফেজা খাতুন বিউটি (৪৫)। তিনি জনতা জুটমিলের একজন শ্রমিক ছিলেন এবং মিলের মহিলা কোয়ার্টারে বসবাস করতেন।
পুলিশ জানায়, অভিযুক্ত ছেলে আবিদ পাটোয়ারি (২৩) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি ঘোড়াশাল পৌর এলাকার ভাড়ারিয়া পাড়ার মৃত মানিক পাটোয়ারির ছেলে। ঘটনার দিন রাতের ডিউটি শেষে সকালে বাসায় ফেরেন বিউটি বেগম। সকাল আনুমানিক ৬টার দিকে ছেলে আবিদ তার কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে মায়ের পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
এ সময় স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় বিউটি বেগমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের মা হাসনারা বেগম (৬২) বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পলাশ থানা অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, মামলার পর মঙ্গলবার সকালে অভিযুক্ত আবিদকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি