ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করার পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রমে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন। এরপর সেখান থেকে সরাসরি নিজের পিতা সাবেক খাদ্য মন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ও মাতা খোরশেদা বানু'র কবর জিয়ারত করেন। এরপর নিজ গ্রামের স্থানীয় মুরুব্বিদের কাছ থেকে দোয়া- আর্শীবাদ নিতে বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন মঈন খান ।
এসময় মঈন খান বলেন, ইনশাআল্লাহ যদি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেন। তবে বাংলার রাখাল রাজা শহীদ জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। এসময় মঈন খানের সঙ্গে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন চিশতিয়া সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি