নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের কেরার কান্দা গ্রামের বর্গাচাষী তোফাজ্জল পিতা মৃত মহন আলী ওতার স্ত্রী সুবিয়া জমির মালিক একই গ্রামের আবু সাইদ মাছুদ পিতা মৃত আঃ আউয়াল কে বর্গা জমির ফসলের ভাগ চাওয়ায় প্রাণনাশের হুমকি দিয়েছে এ ব্যাপারে মাসুদ সাহেব মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করিয়াছে।
গত১৮/১২/২৫,ইং,খোজ নিয়ে জানাযায় আবু সাইদ মাসুদ সাহেব পুর্বে থেকে ই নারায়ণগঞ্জে বসবাস করে, কিন্তু নিজের জন্মস্থান কাঠালিয়া ইউনিয়নের ডৌকাদী কেরারকান্দা গ্রামে পুর্ব পুরুষ দের অনেক জমিজমা আছে, তবে চাষাবাদ করার কেউ নাই, এজন্য একই গ্রামের তোফাজ্জল মিয়াকে ৩৫ শতাংজমি চাষাবাদ করার জন্য বর্গা দেয়, শর্তছিল জমিতে যাই ফসল ফলানো হবে অর্ধেক দিতে হবে, কিন্তু বর্গাচাষী তোফাজ্জল জমিতে যা ফসল ফলায় তা নিজে ভোগ করে জমির মালিক কে কিছুই দেয় না। কিছু দিন পর গ্রামের বাড়িতে এসে ফসলের ভাগ চাইলে তোফাজ্জল ওতার স্ত্রী মাসুদ সাহেব কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রান নাশের হুমকি দেয় এবং বলে এই জমির মালিক আমি কোন বর্গা নেই নাই, মাসুদ সাহেব তোফাজ্জলের বিরুদ্ধে গ্রামের মাতবর দের বলে কোন বিচার না পেয়ে বাদ্য হয়ে মাধবদী থানায় অভিযোগ করে।এলাকায় গিযে বিভিন্ন লোকের সাথে আলাপ করে তোফাজ্জল ও তার স্ত্রীর বিরুদ্ধে বহু অভিযোগ পাওয়া গেছে।
বিগত আওয়ামী লীগের সরকার আমলে আওয়ামী লীগ নেতাদের মিলে মিশে বহু নিরিহ লোকদের অহেতুক হযরানী কেরেছে, বিদেশ পাঠানোর নামকরে গরিব মানুষের জমিজমা বিক্রি করে সব টাকা হাতিয়ে নিযেছে, তাছাড়া এলাকার সকল মিথ্যা মামলায় তারা ২ জনই মিথ্যা স্বাক্ষী দিযে বহু লোককে বাড়ি ছাড়া করেছে, সে ছিল আওয়ামী লীগের দোসর, অচিরে তাকেই গ্রেফতার করে গ্রামের মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনতে হবে।তাদের বিরুদ্ধে আরো বহু অভিযোগ রহিয়াছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি