কালীগঞ্জ পৌর ৯ নং ওযার্ড বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব কালীগঞ্জ পৌরসভার ৯ ওযার্ড কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন : কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা।
বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান।
আলোচনা সভায় কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসার মাহমুদ লাল মিয়ার সভাপতিত্বে কালীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড যুব দলের সভাপতি আমির হোসেনের সঞ্চালনায় সভা টি অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান টি শুরু হয়, পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ;মাওলানা মোতালেব হোসেন।
দোয়ার পূর্বে কালীগঞ্জ পৌর আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন : কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোকন (মাষ্টার), আহবায়ক কমিটির সদস্য মো: শফিকুল ইসলাম, পৌর ওয়ার্ড বিএনপির সদস্য আমজাদ হোসেন, ৯ নং ওযার্ড যুবদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাবেক ওযার্ড বিএনপির সদস্য আলম মিয়া,জেলা জিয়া পরিষদের নেতা লিটন মাষ্টার, কালীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের সদস্য মো: এরশাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন কালীগঞ্জ ফেরিঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: মোখলেছুর রহমান।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি