নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় শিশু ধর্ষণ ও একাধিক যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাধবদী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, মাধবদী থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ মোসাদ্দেক হোসেন, ছাত্রদল নেতা মোঃ সাত্তার সরকার শ্রাবণসহ সর্বস্তরের জনসাধারণ।
গত শনিবার (০৮ নভেম্বর) সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের চাকশালে এক শিশুকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে ওই এলাকার মৃত রোসমত আলীর ছেলে মোমেন (৫০) নামে এক ব্যক্তি।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, মেয়েটি শনিবার সকালে বাড়ির পাশের দোকান থেকে সাবান আনার জন্য মোমেনের বাড়ির উঠান দিয়ে যাওয়ার সময় মোমেন ডাক দিয়ে কৌশলে বসত ঘরের ভিতর নিয়ে যায়। পরে তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে মোমেন। মেয়ে শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মোমেন পালিয়ে যান। মোমেন এর আগেও অনেক মেয়েকে একাধিক বার ধর্ষণ ও যৌন নির্যাতন করতে বলে জানান এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকালে স্হানীয় জনসাধারণ অভিযুক্ত মোমেনের দ্রুত বিচার আইনের আওতায় শাস্তির দাবিতে ঘোড়াশাল - পাঁচদোনা মহাসড়ক বন্ধ করে মানববন্ধন করেন। এতে সড়কে তিব্র যানজটের সৃষ্টি হয়। এসময় যুবদল নেতা মোসাদ্দেক হোসেনের সহায়তায় সড়ক ছাড়েন মানববন্ধনকারীরা। তাতে যানজট মুক্ত হন পথচারীরা।
এসময় মাধবদী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, আমি অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে সবসময়ই আছি। আমি জনসাধারণের সাথে সহমত প্রকাশ করছি। ধর্ষক মোমেনকে আইনের মাধ্যমে অতি দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হবে।
যুবদল নেতা মোসাদ্দেক হোসেন বলেন, কোন ধর্ষণকারীর পাঁচদোনা ঠাই নেই। মোমেনকে পাঁচদোনায় অবাঞ্ছিত ঘোষণা করলাম। তাঁর সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আমি অন্যায়ের বিরুদ্ধে সবসময়ই প্রতিবাদী। আগেও অনেক করেছি, এখনো করছি এবং ভবিষ্যতেও করবো। ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি