নরসিংদীর পলাশে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অংশ হিসেবে পালিত লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন চিশতিয়া।
বুধবার (০৮অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত তিনি উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার রাজাব, খাগৈর, ঘাগড়া ও ডাংগা ইউনিয়নের সান্তানপাড়াসহ বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপের কমিটির নিকট আর্থিক অনুদান তুলে দেন মহিউদ্দিন চিশতিয়া।
পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন চিশতিয়া বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করেন। বিএনপি সবসময় এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে কাজ করে যাচ্ছে। আমরা চাই, সকল ধর্মের মানুষ যেন নিরাপদে ও আনন্দের সাথে উৎসব পালন করতে পারেন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। সবাইকে ড. আব্দুল মঈন খানকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার জন্যও আহ্বান করেন তিনি।
পরে তিনি প্রতিটি পূজা মণ্ডপে উপস্থিত ভক্তবৃন্দ ও স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির কামনা করেন।
এ সময় ঘোড়াশাল পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ,পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোবহান ভূইয়া, বিএনপি নেতা জামাল হোসেন, বাবুল হোসেন, আমিনুল চিশতিয়া,পনির হোসেন, রায়হান, শরিফ চিশতিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি