বাগেরহাটে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে পলাশ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে পলাশ উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় বলেন, একজন পেশাদার সাংবাদিককে দিনের আলোয় এভাবে নৃশংসভাবে হত্যা সাংবাদিক সমাজের জন্য চরম অশনি সংকেত। তারা বলেন, “সাংবাদিক হায়াত উদ্দিনের রক্ত বৃথা যেতে পারে না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
জাতীয় দৈনিক ভোরের চেতনা-এর জেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন বলেন, “আমাদের সহকর্মী হায়াত উদ্দিনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা শুধু একটি হত্যাকাণ্ড নয়—এটি সাংবাদিক সমাজের ওপর বর্বর আঘাত। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করেন। অথচ বারবার তারা হামলা, মামলা ও হত্যার শিকার হচ্ছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের সুরক্ষায় একটি পৃথক “সাংবাদিক সুরক্ষা আইন” দ্রুত পাস করার জন্য সরকারকে আহ্বান জানান তারা।
মানববন্ধনে পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা হায়াত উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি