নরসিংদীর মনোহরদী থানাধীন হাতিরদিয়া বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদীতে ভাসমান অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করেছে পিবিআই নরসিংদী জেলা।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় ব্রহ্মপুত্র নদীতে অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা মনোহরদী থানা পুলিশ কে জানায়। পরে থানা পুলিশ অজ্ঞাত যুবকের পরিচয় সনাক্তের জন্য পিবিআই নরসিংদী জেলাকে অবগত করলে এসআই আশরাফ আলীর নেতৃত্বে পিবিআই নরসিংদী টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের ফিঙ্গার প্রিন্ট নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় লাশের পরিচয় সনাক্ত করে।
মৃত ব্যক্তির নাম রুবেল মিয়া (৪২) তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন চরপাড়া (নলবাইদ) গ্রামের হাবিদ উদ্দিনের ছেলে। ঘটনার রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি পিবিআই এর কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান পিবিআই নরসিংদী জেলা।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি