মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে নরসিংদীর পলাশের জিনারদী ইউনিয়ন পরিষদে মাদক প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জিনারদী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবক্কর সিদ্দিকী। এসময় প্রধান অতিথি বলেন, “মাদক প্রতিরোধ শুরু করতে হবে প্রতিটি পরিবার থেকে। মা-বাবাকে অবশ্যই সন্তানদের চলাফেরা ও সঙ্গী-সাথীর বিষয়ে সচেতন থাকতে হবে। দল-মত নির্বিশেষে একসাথে কাজ করলে জিনারদী ইউনিয়ন একটি রোল মডেল হিসেবে গড়ে উঠতে পারে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিনারদী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ রাকীন মাশরুর খান। এসময় রাকীন মাশরুম খান বলেন, “মাদক একটি জাতীয় ব্যাধি। এই ব্যাধি থেকে মুক্তি পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন। এসময় মনির হোসেন বলেন, “পলাশ থানায় যোগদানের পর থেকেই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক ও অন্যান্য অপরাধ দমনে কাজ করছি। এ ক্ষেত্রে ইউনিয়নবাসীর সহযোগিতা অপরিহার্য।”
এ সময় আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ হোসেন। এসময় হাজী জাহিদ হোসেন বলেন, ইউনিয়ন ভিত্তিক মাদক প্রতিরোধ কমিটি গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং কমিটির রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল,পলাশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ খান, জিনারদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মিয়া, জিনারদী ইউনিয়ন ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আমজাদ হোসেন, জিনারদী ইউনিয়ন কালী মন্দিরের সাবেক সভাপতি বিজয় বণিক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, “জিনারদী ইউনিয়নকে মাদকের থাবা থেকে রক্ষা করতে হলে জনসচেতনতা বাড়াতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিনারদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি