সারা দেশের ন্যায় নরসিংদীর পলাশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকার খানকা ও মসজিদ থেকে আসা শত শত সুন্নি জনতা স্থানীয় কাজিরচর পশ্চিমপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপস্থিত হয়।
পরে পলাশ উপজেলা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সভাপতি আল্লামা বেলায়েত শাহ, ডাঙ্গা ইউনিয়ন কমিটির সভাপতি মো. আমিন ইসলাম চিশতী, গাজীপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল আবেদী এবং মাওলানা মো. আব্দুল্লাহ বিন আজাদীর নেতৃত্বে এক বর্ণাঢ্য জশনে জুলুস উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার ডাঙ্গা বাজারস্থ খাজা মহল মাঠে “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় মিলিত হয়।
ঈদে মিলাদুন্নবী (সা.) ডাঙ্গা ইউনিয়ন সভাপতি মো. আমিনুল ইসলাম চিশতীর সভাপতিত্বে ও মাওলানা মো. আব্দুল্লাহ বিন আজাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঈদে মিলাদুন্নবী (সা.) পলাশ উপজেলা সভাপতি আল্লামা বেলায়েত শাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী শফিকুল ইসলাম (স্বপন), আহলে সুন্নাত ওয়াল জামা’আত গাজীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. আল- আমিন দেওয়ান আল আবেদী, ঈদে মিলাদুন্নবী (সা.) ডাঙ্গা ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা মো. তানভীর আহমেদ এবং মাওলানা মো. মফিজ উদ্দিন আজাদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মানব ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। প্রায় দেড় হাজার বছর আগে এই দিনে মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভ আগমন ঘটে। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা।
পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দরবার শরীফের আশেকান, ভক্ত ও মুরিদানসহ সুন্নি মতাদর্শের তরিকতপন্থী শত শত সুন্নি জনতা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি