গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক আসামি নরসিংদীতে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
শনিবার (৩০ আগস্ট ) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খালিশকারটেক থেকে র্যাব-১১ সিপিএসসি নরসিংদী তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন- পলাশ উপজেলার খালিশকারটেক এলাকার নাহিদ ওরফে নাহিদ ড্রাইভারের ছেলে শাওন (৩২)।
র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা জানান, পলাশ থানার মাদক মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সে কারাবন্দি ছিল। পরে,গত বছরের আগস্টের ৬ তারিখে সে কারাগার থেকে পলায়ন করে আত্নগোপনে ছিল। পরবর্তীতে গাজীপুর কোনাবাড়ী থানায় হওয়া জেল পলাতক মামলার মামলার ১৯৪ নম্বর এজাহারভুক্ত আসামি সে। এছাড়া তার নামে হত্যা, মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পলাশের খালিশিকারটেক থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পলাশ থানা পুলিশের নিকট হস্তান্তর করে হয়েছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি