নরসিংদী সদর উপজেলা প্রশাসন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান,খেলাধুলা সামগ্রী বিতরণ ও P.B.G.S.I কর্তৃক সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে চেক প্রদান এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৫ এর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া নগেশ চন্দ্র গুপ্ত উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ অরেছ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসমা জাহান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত ২০ জন শিক্ষার্থীকে প্রতিজনকে পাঁচ হাজার টাকা করে চেক প্রদান করেন ও দুই মেধাবী শিক্ষার্থীকে দুইটি বাইসাইকেল বিতরণ করেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রীও বিতরণ করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি মাহবুব পাঠান, সহকারী প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন, সিনিয়র শিক্ষক জিয়াউল হক, সহকারী শিক্ষক রুহুল আমিন, পারভেজ কবির, জাকির হোসেনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালেয়র অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি