নরসিংদীর শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামি মনির হোসেন ও তার এক সহযোগীকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র্যাব ১১।
বুধবার (৬ অগাস্ট) বিকালে শিবপুর উপজেলার উত্তর কারারচর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মনির হোসেন (৩৫) উত্তর কারার চর এলাকার মো. ফজলুল রহমান ওরফে ফজর মিয়ার ছেলে ও তার সহযোগী বরকত উল্লাহ (২০) একই এলাকার শেখ ফরিদের ছেলে।
তাদের নিকট থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি মোটরসাইকেল, ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ গ্রাম শুঁকনো গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার জুয়েল রানা জানান, মনির হোসেনের নামে রায়পুরা ও শিবপুর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া ডাকাতি ও মাদক মামলাসহ বিভিন্ন থানায় অন্তত ১০ টি মামলার আসামি সে। অস্ত্র মামলা রুজু করে তাদেরকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি