নরসিংদীর পলাশের ডাংগায় অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি ধ্বংস এবং ব্যক্তিগত জমি দখল করে বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার (২ আগস্ট) দুপুরে ডাংগা বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর অভিযোগ, ডাংগা বাজার এলাকায় অবস্থিত কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। যার ফলে, কৃষকদের তিন ফসলি জমি ধ্বংস হচ্ছে নিয়মিত।
এ ছাড়া, নদী থেকে উত্তোলন করা বালু দ্বারা ভরাট করা হচ্ছে স্থানীয়দের জমি। প্রতিবাদ করতে গেলেই হামলা-মামলার হুমকিতে পড়তে হচ্ছে জনসাধারণকে। জমি ভরাটে প্রশাসনিক বাধা থাকলেও কর্তৃপক্ষ সেটির তোয়াক্কা করছে না বলেও অভিযোগ এলাকাবাসীর। অভিযুক্ত প্রতিষ্ঠানের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক ভুক্তভোগী ও এলাকাবাসী অংশ নেন। সবাই এ বিষয়ে ন্যায়বিচারের দাবি করেন।
মানববন্ধনে তোফাজ্জল খন্দকার নামে এক ভুক্তভোগী বলেন, ‘নিয়মিত নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীপাড় ঘেঁষা ফসলি জমিগুলো হুমকির মুখে। এ ছাড়া, উত্তোলন করা বালু ফেলে আমার একটি জমি ভরাট করে ফেলেছে। ওরা আমার সঙ্গে কোনও পরামর্শ বা অনুমতি না করেই এই কাজ করেছে। যারা বালু ভরাট করছে তারা কোনও ফায়সালায় আসছেন না। এই জমি হাতছাড়া হলে আমার পথে নামতে হবে।'
মো. কামরুজ্জামান নামে আরেক জন বলেন, ‘প্রশাসন দিয়ে ১৪৫ ধারা জারি করানোর পরেও তারা অন্যের জমি ভরাট করছে জোর করে, বালু উত্তোলন করছে। আমরা প্রতিবাদ করতে গেলে চাঁদাবাজির মামলার হুমকি দেয়। এ থেকে এলাকাবাসী পরিত্রাণ চায়, আমরা মুক্তি চাই।’
অবৈধভাবে বালু উত্তোলন এবং জমি ভরাটের বিষয়ে জানতে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবক্কর সিদ্দিকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি