"আসুন গাছ লাগাই গাছের পরিচর্যা করি সবুজ সমৃদ্ধ পৃথিবী গড়ি" এই প্রতিপদ্যকে সামনে রেখে,নির্মল বায়ু, জীব ও প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে পলাশ উপজেলার অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন পলাশের পাপড়ি র বার্ষিক বৃহ্মরোপন ও চারা বিতরণ কর্মসূচী ২০২৫ পালিত হয়েছে।
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের পাশ ঘেসে খানেপুর দিয়ে বয়ে যাওয়া রাস্তার পাশে সোমবার বিকালে পলাশের পাপড়ি সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা বিভিন্ন প্রজাতির ৩০০ ফলদ,বনজ এবং কাঠ গাছ রোপণ করে। সংগঠনের সভাপতি শেখ রাসেল মাহমুদ মাহমুদের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম, বাপ্পি ভুইয়া,সাব্বির ভুইয়া ছাত্র নেতা বায়েজিদ বোস্তামী, আল রিফাত মৃদুল এবং পলাশের পাপড়ি র রাকিব হোসেন,আল সাদী,ফাহাদ হসেন,আরিফ মিয়া,আকাশসহ অর্ধ শতাধিক সদস্যরা।
সংগঠনের সভাপতি শেখ রাসেল মাহমুদ মাহমুদ জানান,প্রতি বছর জুন থেকে জুলাই পলাশ উপজেলায় ১৫০০/২০০০ গাছের চারা রোপণ করে পলাশের পাপড়ি।
তাছাড়া উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ,শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, নিয়মিত রক্তদান,ঈদ ও পুজায় উপহার বিতরণ সহ অসংখ্য সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে পলাশের এ পাপড়ি সংগঠনটি।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি