নরসিংদীর পলাশ উপজেলা যুবদল নেতা হারুন অর রশীদের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে হারুন অর রশীদকে দাফন করা হয়।
হারুন অর রশীদ (৫৫) পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের হাসানহাটা গ্রামের মরহুম ফজলুর রহমানের ছেলে। তিনি পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন ও দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
হারুন অর রশিদ গতকাল শুক্রবার পাঁচদোনা মোমেন চত্বরে জুলাই- আগস্টের শহীদের আলোচনা সভা ও দোয়া মাহফিল থেকে ফিরে স্টোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে এগারোটার দিকে মারা যান।
ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনির বলেন, হারুন ভাই-- সহ গতকাল সভায় আমরা একসঙ্গে ছিলাম। কিছু মৃত্যু হৃদয় কে নাড়া দেয়। রাতে হারুন ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘুমাতে পারিনি। আমাদেরকে ব্যথিত করেছে। হারুন ভাই-- আমার অভিভাবক ছিলেন, আমি আমার অভিভাবক কে হারিয়েছি। ডাংগা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এই দোয়া করি।
এদিকে হারুন অর রশীদের আকস্মিক মৃত্যুতে বিএনপি ও অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাযায় অংশ নেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম,উপজেলা যুবদলের সভাপতি নেছার খান,সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া, ভোলাব ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, সাবেক ডাংগা ইউপি চেয়ারম্যান হাজী সৈয়দ মোহাম্মদ ইকবাল,ডাংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রোমান,সিনিয়র সহ সভাপতি শামসুজ্জামান খান,সহ সভাপতি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কিরণ মিয়াসহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং কয়েক শতাধিক সাধারণ মানুষ।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি