নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার ( ৪ জুলাই) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে ফায়ারসার্ভিসকে খবর দিলে নরসিংদী, মাধবদী ও পলাশ ফায়ারসার্ভিসের ৫ টি ইউনিটের দেড় ঘন্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৬ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে তা বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। একটি স্বর্ণের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগে থাকতে পারে। আগুন দেখা দিলে ফায়ারসার্ভিসকে খবর দিলে প্রায় ২ ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে স্বর্ণ, প্লাস্টিক, স্যানিটারি দোকানসহ ৫০ এর অধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ফায়ারসার্ভিসের ৫ টি ইউনিটের দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ৪০ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনরকম হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতি নিরুপণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি