নরসিংদীর পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ জুন) সকালে উপজেলার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশে ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে পলাশ উপজেলার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের চরসিন্দুর ইউনিয়নের ধনারচর এলাকার একটি কলাবাগানে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে কলাবাগানটিতে মরদেহ ফেলে রেখে যেতে পারে।
পলাশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, গজারিয়া ইউনিয়নের ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে চিহ্ন রয়েছে। পরিচয় শনাক্তে মরদেহটির ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে পিবিআই। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি