নরসিংদীর পলাশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামবাংলার বিভিন্ন খেলাধুলা।
এ উৎসব উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা চত্বরে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী, নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহান, সমবায় অফিসার সাহিদা আক্তার, সমাজ সেবা অফিসার রিজা আক্তার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: কামরুল ইসলাম, ইন্সট্রাক্টর বোরহান উদ্দিন আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি