মোঃ ইব্রাহিম খন্দকার-কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। নিহত কৃষক শুক্কুর আলী (৫৫) কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড বড়নগর গ্রামের মৃত রজব আলীর পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড বড়নগর গ্রামের মৃত রজব আলীর পুত্র শুকুর আলী উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টেক মানিকপুর উত্তরপাড়া কৃষি জমিতে কাজ করতে মাঠে যান।
এ সময় আকাশে বিকট শব্দে বিদ্যুৎ চমকায়। ঘটনাস্থলেই আকস্মিক বজ্রপাতে কৃষক শুকুর আলীর মর্মান্তিক মৃত্যু হয়। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজীউন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত শুকুর আলী কালীগঞ্জ পৌরসভার বড়নগর এলাকায় জন্মগ্রহণ করলেও দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে তুমলিয়া ইউনিয়নের টেক মানিকপুর এলাকায় অজি বাড়ীতে (শ্বশুর বাড়ী) বসবাস করতেন।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি