নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুর্বৃত্তদের গুলিতে আছানউল্লাহ আছান (৫০) নামে একজন নিহত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।নিহত আছানউল্লাহ আছান উপজেলার ঘোড়াশাল পৌরসভার কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। সে পেশায় গাড়ি চালক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, রোবরার রাত সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশে ঔষধের ফার্মেসির সামনে বসেছিলেন আছান। এসময় একটি মোটরসাইকেল নিয়ে তিনজন দুর্বৃত্ত ওই ফার্মেসির সামনে যান। পরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আছান গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পলাশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে। তবে কি কারণে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের অভিযোগে ভিত্তিতে মামলা নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি