কালীগঞ্জে ঈদ-পরবর্তী নিরাপদ যাত্রা ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান শুরু করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ বাইপাস সড়কের বালীগাঁও এলাকার মোড়ল মার্কেট নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে মোট ৭টি মামলায় দুটি ড্রাম ট্রাক, একটি যাত্রীবাহী বাস এবং ০৪ টি মোটরসাইকেলকে এ জরিমানা করা হয়েছে। অতিরিক্ত গতি, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্রের অনিয়মের কারণে এসব মামলা দায়ের ও জরিমানা করা হয়। জনসচেতনতা বাড়ানো এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান পরিচালনা করা হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ জানান নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি