নিজস্ব সংবাদদাতা: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষে বাছেদ মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে সিএনজির তিন যাত্রী। তবে তাৎক্ষণিক আহত যাত্রীদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আজ রবিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাছেদ মিয়া সিএনজির চালক। তিনি নরসিংদী সদর উপজেলার সিলমান্দী এলাকার সুরুজ মিয়ার ছেলে। বাছেদ মিয়া ঘোড়াশাল পৌর এলাকার খালিশকার টেকে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল সোয়া ৭টার দিকে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে নিয়ে ঘোড়াশালের উদ্দেশ্যে ফিরছিলেন বাছেদ মিয়া। পরে সকাল সাড়ে ৭টায় ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত দিক আসা দ্রুতগামীর যাত্রী বোঝাই একটি মাইক্রোবাস সিএনজিকে পাশ কাটাতে গিয়ে সংঘর্ষ হয়।
এতে সিএনজির চালকসহ আরও তিনযাত্রী সড়কে ছিটকে পড়ে যায়। তাদের মধ্যে সিএনজি চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা মাইক্রোবাসকে আটকে রাখে। পরে এর চালক ও স্থানীয়রা গুরুতর আহত বাছেদ মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় নেওয়ার পথেই মৃত্যু হয় সিএনজি চালক বাছেদ মিয়ার।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো: ইউনুস আলী জানান, ঢাকায় নেওয়ার পথে মারা যায় সিএনজি চালক বাছেদ মিয়া। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি