জাতীয় শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ২০ আগস্ট দুপুরে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের তিন শতাধিক বয়স্ক, বিধবা ও প্রতিবিন্ধী ভাতা ভোগীদের মাঝে বই বিতরণ করা হয়েছে । মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আজাহার অমিত প্রান্তের সভাপতিত্বে ভাতাভোগীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার।
এসময় ভাতা ভোগী ছাড়াও অত্র ইউনিয়ন পরিষদের সচিব মনির হোসেন, ইউপি প্যানেল চেয়ারম্যান দানিছুর রহমান দানা, ইউপি সদস্য আতাউর রহমান প্রধান, ইউপি সদস্য সেলিম মিয়া, ইউপি সদস্য তাহের আলী, ইউপি সদস্য মো. তুহিন মিয়া, ইউপি সদস্য নিতিশ চন্দ্র বণিক, আওয়ামীলীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্ত সুজিত,পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান,যুবলীগ নেতা ফিরোজ আহমেদ,গিয়াস উদ্দিন গেসু, ভগিরথপুর হাজী লালমিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন সহ ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ নেতা বেলায়েত হোসেন বিল্লাল। পরে মেহের পাড়া ইউপি চেয়ারম্যানের উদ্যোগে মহান শোক দিবসের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্বার মাগফিরাত কামনা করে দোয়া ও তবারক বিতরন করা হয়।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি